ঢাকা      বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

এগিয়ে এলো বইমেলা, ১৭ ডিসেম্বর শুরু

IMG
18 September 2025, 7:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার তা এগিয়ে ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে। যা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এর চূড়ান্ত তারিখ সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও রমজানের সময়সূচি বিবেচনা করেই তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাসব্যাপী এই আয়োজন চলবে।

অমর একুশে গ্রন্থমেলা জাতির ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই বিশেষ প্রেক্ষাপটেও এর আয়োজন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রকাশকদের পক্ষ থেকেও সময় পরিবর্তনের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন