ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (২৭), নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫), নোয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮), ডেমরা থানার ৬৪ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮), পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো. হারুন-অর-রশিদ (৪৫), কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ঢাকা মহানগর দক্ষিণ ২০ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com