ঢাকা      শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

IMG
18 September 2025, 10:04 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কলম্বোতে দেশের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক।

সাত দলের প্রতিযোগিতায় 'এ' গ্রুপে বাংলাদেশ ও নেপালের আরেক প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এ জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নাজমুল হুদা ফয়সালরা। সমান পয়েন্ট পেয়ে দুইয়ে নেপাল। বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২১ সেপ্টেম্বর, স্বাগতিকদের বিপক্ষে।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। গোলের সুযোগ আসে পঞ্চম মিনিটে। কিন্তু শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন নাজমুল হুদা ফয়সাল।

ষষ্ঠ মিনিটে বক্সে একই রকম বল পান অপু রহমান। তবে বলের নাগাল পাওয়ার আগে নেপালের গোলরক্ষক বল গ্লাভসবন্দি করেন। ২৭ মিনিটে ছোট কর্নারের পর বক্সের সামনে থেকে ক্রস দেন ফয়সাল, বলে হেড নিলেও পোস্টে রাখতে পারেননি অপু।

তিন মিনিট পর সেই কর্নার থেকেই লিড নেয় বাংলাদেশ। ফয়সালের কর্নার কিক ফিস্ট করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি নেপালের গোলরক্ষক। উড়ে আসা বল মাটিতে পড়ার আগেই বুলেট গতির সোজা শটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সাব্বির ইসলাম।

বিরতির পরপরই লিড দ্বিগুণ করেন অপু। ৪৯ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণের সুর বেঁধে দেন আজম খান। আরিফের পা ঘুরে কর্ণারের কাছে বল পান সাব্বির। তার বাড়ানো বল বক্সে পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিকে আগন্তুক গোলরক্ষকের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন অপু।

৫০ মিনিটে মাঝমাঠে বল পায়ে নেপালের খেলোয়াড়দের নিয়ে এক প্রকার ছেলেখেলা করেন ফয়সাল, অপু, সাব্বিররা। শেষে পোস্টের প্রায় ৩৫ গজ দূর থেকে ডান পায়ের শটে জাল কাঁপান মোহাম্মদ আরিফ। ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের ছেলেরা। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন