ঢাকা      শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

চুরির অপবাদে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

IMG
20 September 2025, 2:47 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লায় চোর সন্দেহে জয় নামের এক যুবককে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র‍্যাব-১১।

জানা গেছে, ভুক্তভোগী জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে। স্থানীয়রা জানায়, বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রতি শুক্রবারই জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। গত শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তা কর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। নামাজ শুরু হলে জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করে। তা দেখে নিরাপত্তা কর্মীরা মিলের দু'টি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে জয় এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দু'টি কুকুর জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে। এ সময় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে আঘাত করছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য আকুতি করছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতে র‍্যাব-১১ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও সজিব নামে তিনজনকে আটক করে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন