ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

গাইবান্ধায় শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় আমিনুল ইসলাম (ভিডিও)

IMG
28 September 2025, 12:57 PM

সাইফুল মিলন, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক) গাইবান্ধা সদর শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাইবান্ধা সদর শাখার প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক)-এর সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, গিদারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সাহেবউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চাপাদহ বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।

সভায় গাইবান্ধা সদর উপজেলার মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার কাঠামো ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন