ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের শিরোপা জিতলো ভারত

IMG
28 September 2025, 1:24 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভালো খেলেও জিততে পারলো না বাংলাদেশের কিশোররা। উল্টো সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখলো ভারত। শনিবার ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। ফাইনালের নির্ধারিত সময়ের খেলার ফল ছিলো ২-২।

টাইব্রেকারে দারুণ সেভ করে ভারতকে ম্যাচ জেতান গোলকিপার মানস জ্যোতি বড়ুয়া। এ নিয়ে টানা দু’বার এই আসরে চ্যাম্পিয়ন হলো ভারত। সব মিলিয়ে সপ্তমবার এই খেতাব জিতলো তারা।

কলম্বোতে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করেছিলো বাংলাদেশ। দ্রুত একটা গোল তুলে নিয়ে ভারতকে চাপে ফেলাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু সেই আশায় পানি ঢেলে ম্যাচে প্রথম লিড নেয় ভারত।

চার মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন গাংতে। বাঁ প্রান্ত থেকে বক্সে বল ভাসান গুনলেইবা। বাংলাদেশের ডিফেন্ডারদের গায়ে লেগে সেই বল পেয়ে যান গাংতে। গোল করতে ভুল করেননি তিনি।

২৫ মিনিটের মাথায় সমতা ফেরায় বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে দুরন্ত হেডে গোল করেন মোহম্মদ মানিক। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই ফল। ৩৮ মিনিটে গুনলেইবা বল বাড়ান বক্সে। আহমেদ না পেলেও বল পেয়ে যান আজলান। কাট করে বাঁ পায়ে শট নেন, যা জড়িয়ে যায় জালে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় বাংলাদেশ। বেশ কয়েকটি ভালো সেভ করেন ভারতের গোলকিপার মানস জ্যোতি বড়ুয়া। কয়েকবার পাল্টা আক্রমণ শানালেও গোল সংখ্যা বাড়াতে পারেনি ভারত।

শেষ বাঁশি বাজার আগে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। ইনজুরি টাইমের ৭ মিনিটের মাথায় ভারতের বক্সে লং থ্রো করেন বাংলাদেশের এক ফুটবলার। এই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতীয় ডিফেন্ডাররা।

জটলার মাঝে গোল করে ২-২ করেন ইশান হাবিব রিদুয়ান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের এক ফুটবলারের শট লাগে পোস্টে। আরেক ফুটবলারের শট বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার। তবে একটাও শট মিস করেনি ভারত। ফলে জয় নিয়ে শিরোপা জিতে নেয় তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন