ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সাভারে এক ব্যক্তির লাশ উদ্ধার

IMG
28 September 2025, 2:23 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে আবু হানিফ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সাভারের বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে দুপুরে আবু হানিফ বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে আজ সকালে বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন