শরীফুল ইসলাম, সাভার: ঢাকার ধামরাইয়ের সিংশ্রী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাকিল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে শনিবার রাতে প্রতিপক্ষের কয়েকজন শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান চলছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com