ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল।
এছাড়া আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি জামায়াতে ইসলামী ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।
এসময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান বিষয়ে জানতে চান প্রতিনিধি দল।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন চান তারা। তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে পুনর্ব্যক্ত করে দলটি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com