ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা

IMG
28 September 2025, 3:59 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও শমিত শোম।

দলে ডাক পেয়েছেন শেখ মোরসালিন ও ফাহামিদুল ইসলামরা। চলতি মাসের শুরুতে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলে ছিলেন না তারা। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আবারও দলে ফেরানো হয়েছে তাদের। এছাড়াও দলে আছেন জামাল ভূঁইয়া, তারিক কাজী, শাহ কাজেম কিরমানিরা। আছেন তপু বর্মন, সোহেল রানা, সাদ উদ্দিন, ফাহিম-হৃদয়রাও।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে আবারও দলটির মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচ দু’টিকে সামনে রেখে আগামীকাল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। সেখান থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল বাছাই করা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন