ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

IMG
28 September 2025, 8:26 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল আজ। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচের মতো আজও টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। সূর্যকুমার যাদব টসের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই পাকিস্তান অধিনায়ক আগা সালমানের পাশ থেকে সরে গেছেন।

চোটের কারণে ফাইনালে নেই ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার জায়গায় খেলছেন রিংকু সিং। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দু'টি পরিবর্তন এনেছে ভারত। দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরা ও শিবম দুবে।

টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত ছিল দলটি। অন্যদিকে, বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দু'টিতে। এই দু'টি ম্যাচই তারা হেরেছে ভারতের বিপক্ষে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন