ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ভারতকে ১৪৭ রানের টার্গেট দিলো পাকিস্তান

IMG
28 September 2025, 10:18 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে জয়ের জন্য ভারতকে ১৪৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। আজ রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো সূচনা পাইয়ে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১৪৬ রানের বেশি করতে পারেনি তারা।

এর আগে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ৮৪ রানে থামে তাদের ওপেনিং পার্টনারশিপ। তবে সাহিবজাদা ফারহান ও ফখর জামানের দেখানো পথে হাঁটতে পারেননি পাকিস্তানের বাকি ব্যাটাররা। ফলে দেড়শো পেরোনোর আগেই গুটিয়ে যায় পাকিস্তান।

সাহিবজাদা ফারহান ৫৭ ও ফখর জামান ৪৬ রান করেন। কুলদীপ যাদব ৩০ রানে ৪ উইকেট পান। জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন