রাঙ্গামাটি, বাংলাদেশ গ্লোবাল: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন রক্ষা কালি মন্দিরের আশেপাশে এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। রোববার বিজিবি'র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন রক্ষা কালি মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সভাপতি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ২০টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাল, ডাল ও তেলসহ বিভিন্ন উপহার সামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় তিনি বলেন, বিজিবি হবে 'সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দিনে ও রাতে টহলের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে।
এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com