ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন শ্রেণীপ্রাপ্ত হাজতি ছিলেন। তিনি দীর্ঘদিন মলাশয় ও মূত্রাশয়ের সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবস্থার অবনতি হলে তাকে গতকাল রোববার বিকেল চারটার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাশিয়া (বাগান বাড়ী) গ্রামের বাসিন্দা ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com