ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

খাগড়াছড়িতে নিয়মিত টহল পরিচালনা করছে বিজিবি

IMG
29 September 2025, 2:08 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় গত ২৭ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী ছাত্র জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশংকা এবং নাশকতা রোধে ইতোমধ্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, খাগড়াছড়ি বিজিবি সর্বদা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ারের আশেপাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে বিজিবি সদস্যরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতিপয় দুস্কৃতিকারী স্বনির্ভর বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলো। বিজিবি অত্যন্ত ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে কোন প্রকার হতাহতের ঘটনা ব্যতিত স্বনির্ভর এলাকা বিজিবি’র নিয়ন্ত্রনে নেয়। বিজিবি সার্বক্ষণিক নিয়মিত টহল পরিচালনা করছে। স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ার বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।

স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ার এলাকায় জনসাধারণের সাথে প্রতিনিয়ত মতবিনিময় ও স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি ইতিমধ্যে বিজিবি গ্রহণ করেছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন