ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সকাল নয়টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে আসেন ভুটানের রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ভুটান দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং। পরে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
বৈঠকে জামায়াত আমির ও ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com