ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মাণে ব্যবসায়িক মতবিনিময় সভায় আমিনুল ইসলাম

IMG
29 September 2025, 5:37 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধায় 'সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মাণে ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনীতি পুনরুদ্ধার' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে শহরের সুখ নগর এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, গাইবান্ধা অবহেলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও জেলায় কলকারখানা, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারা যাতে এই অবহেলিত জেলার দিকে সুদৃষ্টি দেয়; তার দাবি সভায় জানানো হয়। সেই সাথে গাইবান্ধার নানা সমস্যা তুলে ধরে সমাধানের মতামত ব্যক্ত করেন ব্যবসায়িক নেতারা।

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেলের সভাপতিত্বে ও পরিচালক কায়সার আলী বাবুলের সঞ্চালনায় চেম্বার পরিচালক আব্দুল লতিফ হক্কানি এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

গাইবান্ধা চেম্বারের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক স্বপন, পরিচালক সাহাদাৎ দোহা চৌধুরী সুমন সভায় উপস্থিত ছিলেন। জেলার আমদানি ও রপ্তানিকারক, সার, জুয়েলারি ব্যবসায়ীর নেতৃবৃন্দসহ ২৫ থেকে ৩০টি ব্যবসায়িক এবং উদ্যোক্তা সংগঠনের নেতারা মতবিনিময় সভায় অংশ নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন