ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্কটিশ পার্লামেন্টের সদস্য (এমএসপি) বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে লেবার পার্টি। তিনি স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন।
দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, “সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।”
ফয়সল চৌধুরীকে সাময়িক বহিস্কারের বিষয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, “লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিস্কার করতে হলো, তার কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে।”
স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের "সম্পূর্ণ বিশৃঙ্খলার" প্রমাণ। তিনি আরও বলেন, “যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব, ততটাই স্বচ্ছ হওয়া উচিত।”
পরে ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে লেবার নেতা আনাস সারওয়ার বলেন, এসএনপির ভাষা “গভীরভাবে উদ্বেগজনক।” বিবিসি স্কটল্যান্ডের দ্য সানডে শোতে তিনি বলেন, “আমি মনে করি না, তারা স্বাধীন অভিযোগ পদ্ধতি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বোঝে।”
লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে “যথেষ্ট তদন্তের প্রয়োজন” আছে এবং তদন্ত চলাকালীন ফয়সল চৌধুরী বহিস্কার থাকবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান। ফয়সল চৌধুরী মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com