সাইফুল আলম, নীলফামারী: বিদ্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা ইউনিট। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা এতে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিএফএ’র জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সার বিতরণ নীতিমালা ২০২৫ প্রণয়নের খবর প্রকাশিত হয়েছে। অথচ ৩২ বছর ধরে বিদ্যমান নীতিমালার মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত দামে সময়মতো সার পাচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় রাখা সম্ভব হয়েছে।
এসময় অভিযোগ করা হয়, নতুন নীতিমালা চালু হলে কৃষক পর্যায়ে সার সংকট দেখা দিতে পারে। সার ডিলার নিয়োগ ও পুনঃনিয়োগের জটিলতা তৈরি হলে কৃষকরা ভোগান্তিতে পড়বে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে। একই সঙ্গে ব্যাংক ঋণ, দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও পরিবহন খরচ বাড়ায় ডিলাররাও আর্থিক চাপে পড়বেন।
তারা আরও জানান, বিদ্যমান নীতিমালার আওতায় কৃষক ও ডিলারদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। কৃষকের চাহিদা অনুযায়ী ডিলাররা সময়মতো সার সরবরাহ করছে। নতুন নীতিমালা কার্যকর হলে সেই সম্পর্ক ভেঙে যাবে এবং সার বিতরণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে বলেন, কৃষক ও দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকারকে সার বিতরণ নীতিমালা ২০২৫ প্রণয়নের উদ্যোগ থেকে বিরত থাকতে হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com