ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

IMG
30 September 2025, 3:32 PM

শরীফুল ইসলাম, সাভার: বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আট ধর্ম যার যার নিরাপত্তা সবার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণ‌ই সকল ক্ষমতার উৎস। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন