ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সাভারে উৎসবমুখর পরিবেশে চলছে শারদীয় দুর্গাপূজা

IMG
30 September 2025, 3:35 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে উৎসবমুখর পরিবেশে চলছে শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে বিভিন্ন মন্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে উপহার ও সার্বিক খোঁজ খবর নিচ্ছেন সাভার উপজেলা বিএনপির নেতা কর্মীরা।

সোমবার বিকেলে সাভারের তেতুলঝোরা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজ খবর নেন। যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

এ সময় সনাতন ধর্মালম্বীরা জানান, এ বছর শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই উৎসব পালন করতে পারবেন বলেও আশা করছেন তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন