শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে জলাবদ্ধতা দূর করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বুধবার সকাল নয়টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানাযন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়ি-ঘরে পানি উঠায় চলাচলের রাস্তাও বন্ধ। আজ জলাবদ্ধতা দূর করার দাবিতে শত শত এলাকাবাসী নারী ও পুরুষ ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া অবরোধ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ।
একপর্যায়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজোটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধকারীদের সরিয়ে দিতে পারেনি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com