ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি।
রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার রিকশা-বাস আটকে পড়েছে মাঝ রাস্তায়। হেঁটে পানি পেরিয়ে নগরবাসীকে যেতে হচ্ছে গন্তব্যে।
টানা বৃষ্টিতে ঢাকার সড়কগুলো রূপ নিয়েছে জলাবদ্ধতায় ভরা দুর্ভোগের শহরে। হকার্স মার্কেটের ভেতরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। মেশিন দিয়ে সেচে সেই পানি বের করা হচ্ছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com