ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আওয়ামী লীগেরও পুর্নজন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: শাহরিন ইসলাম তুহিন

IMG
01 October 2025, 2:36 PM

সাইফুল আলম সম্পদ, নীলফামারী: অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেছেন, ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে মানুষের স্বাধীনতা হরণ করে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগেরও পুর্নজন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডিমলায় ইসলামীয়া ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহরিন ইসলাম তুহিন বলেন, গত ১৫ বছরে নির্যাতনের বিভিষীকা ভুলে যাওয়ার মত নয়। ফেসবুকে পোস্ট দেয়ার কারণে জেলে নেয়া হয়েছে, কার্টুন আঁকার কারণে জেলে যেতে হয়েছে।

জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী ও অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান সভায় বক্তব্য দেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রণ্টের ডিমলা উপজেলা শাঝার আহবায়ক উৎপল রায় সভায় সভাপতিত্ব করেন।
পরে ডিমলা উপজেলার ৭৬টি পূজামন্ডপ কমিটির কাছে শুভেচ্ছা উপহার তুলে দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন