ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে ১ হাজার ৩৮০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতের নাম মো. খাইরুল ইসলাম (৪৫)। মঙ্গলবার ভোরে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। তার তথ্যমতে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে গান পাউডার উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত খাইরুল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
উদ্ধারকৃত গান পাউডারের উৎস অনুসন্ধান এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com