স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। এবার মুখোমুখি সিরিজে দু'দলেরই তাই মূল ফোকাস ব্যাটিং ইউনিটকে শক্ত করা। দুই দলের নেতৃত্বে থাকা জাকের আলী অনিক ও রশিদ খান জানিয়েছেন, এই সিরিজে ব্যাটিংয়ের উন্নতিই সবচেয়ে বড় লক্ষ্য। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার রাত নয়টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু'দল।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক বলেন, “চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো করতে হবে। মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে যেন ভালো করতে পারি। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের জন্যই সাফার করতে হয়েছে। এখানে তাই ব্যাটিংয়ের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ থাকে।”
অন্যদিকে, আফগান অধিনায়ক রশিদ খান স্বীকার করলেন, তাদেরও অনেক জায়গায় ঘাটতি আছে। তিনি বলেন, “কিছু জায়গায় আমরা সংগ্রাম করছি। আমরা এসব কাভার করার চেষ্টা করছি। বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে চাই, সেজন্য এই সিরিজ ভালো সুযোগ।”
রশিদ মনে করেন, এশিয়া কাপে সবচেয়ে বেশি ভুগিয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। তিনি বলেন, “এশিয়া কাপে টপ অর্ডার অনেক স্ট্রাগল করেছে। অনেক উইকেট হারিয়ে ফেলেছে দ্রুত। এই ফরম্যাটে টপ অর্ডার হতে হয় শক্তিশালী। এখানে আমাদের কাজ করতে হবে। টপ অর্ডার ভালো করলে লোয়ার অর্ডারের কাজ সহজ হয়ে যায়।”
তবে শুধু ব্যাটিং নয়, ডেথ ওভারে বোলিংয়েও উন্নতির জায়গা আছে বলে জানালেন তিনি, “বোলিং আমরা ভালোই করছি। তবে ডেথ বোলিংয়ে আরও ভালো করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন আমরা উন্নতি করতে চাই।”
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com