স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এএফসি এশিয়ান কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল ভূঁইয়া-ফাহমিদুল ইসলামরা। বৃষ্টি ও বজ্রপাতের বাঁধায় গতকাল প্রথম দিন ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।
প্রথম দিন অনুশীলনের পর সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা। তারা জানিয়েছিলেন, হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে - দুই ম্যাচেই জিততে চায় বাংলাদেশ। কারণ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে দুই ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।
এশিয়ান কাপের ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো: সিঙ্গাপুর, হংকং এবং ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে হংকং। টেবিলের তলানিতে রয়েছে ভারত।
বাংলাদেশ ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর। ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচ খেলতে হবে হামজা চৌধুরীদের। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে লাল-সবুজের দল।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com