স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আসর শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে শ্রীলঙ্কায়। খেলা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে খেলায় ভালো প্রতিযোগিতা হবে তাদের। তিনি জানান, ‘বাংলাদেশ দলের অনেক কিছু পরিবর্তন হয়েছে। নতুন দিন, আগামীকাল যদি আমরা ভালো শুরু করতে পারি; সেটা আমাদের জন্য ভালো হবে। সেটা পুরো আসরজুড়েই আমাদের জন্য ভালো একটি আবহ তৈরি করবে যা আত্মবিশ্বাস জোগাবে।’
জ্যোতি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলে শুরু হওয়াটা আমাদের জন্য ভালো। কারণ আমরা একে অপরের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। বাছাইপর্ব বা দ্বিপক্ষীয় সিরিজেও আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি। সুতরাং তাদের বিপক্ষে আমাদের প্রতিযোগিতাটা ভালো হবে। বাছাইপর্ব উৎরানোর পর আমরা নিজেদের প্রস্তুত করেছি, বেশ পরিশ্রম করেছি। সেটা জানা যাবে আগামীকাল খেলোয়াড়রা কিভাবে প্রতিক্রিয়া করবে এবং পরবর্তী ম্যাচেও।’
পাকিস্তানের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। পাঁচ ম্যাচে দু'টিতে জিতেছে বাংলাদেশ, একটি ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জেতে জ্যোতির দল। দু'টি ম্যাচে জিতেছে পাকিস্তান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com