ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আফটার শকের খবর পাওয়া যাচ্ছে। ম্যানিলার সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কমপক্ষে ৬৯ জন নিহত এবং শত শত মানুষের আহত হওয়ার খবর পেয়েছে তারা।
ওসিডি'র ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্নার্ডো আলেজান্দ্রো বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ৩০ জন বোগো সিটির। শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছে অবস্থিত।
এছাড়া সান রেমিহিওতে ২২ জন, মেডেলিনে ১০ জন, টুবোগনে পাঁচজন এবং সোগোদ ও তাবুয়েলান শহরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি আরও বলেন, সংখ্যাগুলো আবারও যাচাই করতে হবে।
এখন পর্যন্ত কতজন নিখোঁজ তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে উদ্ধারকারীরা ধসে পড়া কাঠামোর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com