ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

স্বর্ণার রেকর্ড বোলিংয়ে ১২৯ রানে অলআউট পাকিস্তান

IMG
02 October 2025, 6:48 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করেছে বাংলাদেশ। ৫ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার লেগ স্পিনার স্বর্ণা আক্তার। আজ বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই বিপাকে পড়ে দলটি। মারুফা আক্তারের গতি আর সুইংয়ে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় পাকিস্তান। ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন তিনি। পরের ডেলিভারিতেই ইনসুইংয়ে সিদরা আমিনের স্টাম্প এলোমেলো করে দেন।

দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে জুটি বড় হতে দেননি বাংলাদেশের বোলাররা। মুনিবা ৩৫ বলে ১৭ রান করে ফেরেন ক্যাচ দিয়ে। কিছু সময় পরেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রামিন শামিমও (৩৯ বলে ২৩ রান)।

এরপর ছোট ছোট কয়েকটি জুটি গড়ার চেষ্টা করলেও পাকিস্তানের মেয়েদের ইনিংস বড় হতে দেননি রাবেয়া আক্তার ও ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারেই ১২৯ রানে থামে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্বর্ণা আক্তার। ৩.৩ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচ করেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। গত আসরে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। এছাড়া দু'টি করে উইকেট নেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন