স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে আটকে রাখেন টাইগ্রেস বোলাররা। মামুলি পুঁজি ১১৩ বল আগে পেরিয়ে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৭৭ বলে ৮ চারে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন রুবাইয়া হায়দার ঝিলিক। ১৯ বলে ৬ রানে ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা মুশতারি। এর আগে স্বর্ণা আক্তার, নাহিদা আক্তাররা প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে তৈরি করেন জেতার ভিত।
১৩০ রানের লক্ষ্যে চতুর্থ ওভারেই ফারজানা হক পিংকিকে হারায় বাংলাদেশ। তিনে নেমে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার সুপ্তা, তিনি ফেরেন ৩০ বলে ১০ রান করে। ৩৫ রানে ২ উইকেট হারানো দল এরপর পায় শক্ত জুটি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ঝিলিক।
৪৪ বলে ২৩ করে জ্যোতি ফিরলেও সোবহানা মুশতারিকে নিয়ে কাজ সারেন ঝিলিক। এই জুটিতে অবশ্য মুশতারিই ছিলেন অগ্রণী, ৫ বাউন্ডারিতে দ্রুত খেলা শেষ করে দেন তিনি।
এদিন পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ। ৫ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার লেগ স্পিনার স্বর্ণা আক্তার। টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই বিপাকে পড়ে দলটি। মারুফা আক্তারের গতি আর সুইংয়ে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় পাকিস্তান। ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন তিনি। পরের ডেলিভারিতেই ইনসুইংয়ে তিনি সিদরা আমিনের স্টাম্প এলোমেলো করে দেন।
দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে জুটি বড় হতে দেননি বাংলাদেশের বোলাররা। মুনিবা ৩৫ বলে ১৭ রান করে ফেরেন ক্যাচ দিয়ে। কিছু সময় পরেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রামিন শামিমও (৩৯ বলে ২৩ রান)।
এরপর ছোট ছোট কয়েকটি জুটি গড়ার চেষ্টা করলেও পাকিস্তানের মেয়েদের ইনিংস বড় হতে দেননি রাবেয়া আক্তার ও ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারেই ১২৯ রানে থামে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্বর্ণা আক্তার। ৩.৩ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচ করেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। গত আসরে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। এছাড়া দু'টি করে উইকেট নেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com