স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এলেন, খেললেন এবং জয় করলেন। অভিষেক যে কত রঙে-ঢঙে রাঙানো যায়, রুবাইয়া হায়দার ঝিলিককে না দেখলে বোঝাই যেত না। প্রথমবার লাল-সবুজ জার্সি পরেই জাত চেনালেন বাঁহাতি এই ব্যাটার। পাশাপাশি টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের আস্থাভাজন হয়ে উঠলেন শুভ যাত্রায়। রেকর্ড মাখা ইনিংস খেলে জানিয়ে দিলেন, লম্বা রেসের ঘোড়া তিনি।
আজ বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসায় বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়ের অন্যতম নায়ক ঝিলিক। ফাতিমা সানাদের দেওয়া ১২৯ রানের টার্গেট নিতান্তই সাদামাটা বানিয়ে ছাড়েন তিনি। অর্ধশতকে দারুণ কীর্তির পাশাপাশি অভিষিক্ত ম্যাচে দেশের ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ঝিলিক।
২০ ওভারের বিশ্ব মঞ্চে রুবাইয়ার আগের দু'টি অর্ধশতক ছিল ফারজানা আক্তারের নামে। ২০২২ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন ৭১ ও ৫২ রানের ইনিংস। এবার সেই কীর্তি গড়লেন ঝিলিক।
৬৪ বলে অর্ধশতক পূরণ করেন ঝিলিক। মাত্র ৪ রান যোগ করতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। তার ইনিংসটি সাজানো ছিল ৮ চারে। মোট ৭৭ বল মোকাবিলা করেছেন তিনি।
অভিষেক ম্যাচে শুরু থেকে প্রাণবন্ত ছিলেন ঝিলিক। মুভমেন্ট থাকায় থিতু হতে সময় নিলেন। তারপরও থেমে থাকেনি তার বাহারি শট। ৮ বাউন্ডারিতে স্পর্শ করেন নিজের প্রথম ওয়ানডে ফিফটি। ফিফটির পর একটু সতর্ক হয়ে পড়েন, কারণ অপর প্রান্তে মোস্তারির ব্যাট ছুটছিল রানের জন্য হন্যি হয়ে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com