স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের মাঠে চলছে বাংলাদেশ মহিলা ফুটবল দলের আবাসিক ক্যাম্প। ফুটবলারদের সঙ্গে দেখা করতে সেখানে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তিনি ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, মার্কেটিং কমিটির সদস্য নাফিদ নবি এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইয়ংওয়ান করপোরেশনের যৌথ উদ্যোগে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কোরিয়ান ইপিজেড প্রাঙ্গণে একটি গাছ রোপণ করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়ংওয়ান করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারী ফুটবলের উন্নয়ন ও বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
জাতীয় দলের হোম কিট জার্সি জার্সি নম্বরসহ কিহাক সাং-এর হাতে তুলে দেন তাবিথ আউয়াল। ফাহাদ করিম নারী ফুটবলে অব্যাহত সহায়তার স্বীকৃতি স্বরূপ ইয়ংওয়ান করপোরেশনকে একটি ক্রেস্ট দেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নারী দলের ফুটবলারদের সঙ্গে দেখা করে সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য তাদের উৎসাহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের ম্যাটেরিয়ালস ডিভিশনের প্রেসিডেন্ট জে ইয়ং পার্ক, ইয়ংওয়ান গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান এবং ইয়ংওয়ান করপোরেশনের উপমহাব্যবস্থাপক ফেরদৌস আল কাউসার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com