ঢাকা      শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

IMG
03 October 2025, 12:33 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শারজায় প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনারের ১০৯ রানের দুর্দান্ত জুটির পর মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচকে কঠিন বানিয়ে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই জয় পায় টাইগাররা।

বৃহস্পতিবার ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা পাইয়ে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দু'জনেই তুলে নেন অর্ধশতক। ১১ ওভারেই ওপেনিং জুটিতে আসে ১০৯ রান, যা বাংলাদেশের সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল।

কিন্তু ১১.৪ ওভারে পারভেজ (৩৭ বলে ৫৪) ফরিদ আহমেদের বলে আউট হতেই যেন ছন্দপতন। এরপর মঞ্চে আসেন রশিদ খান এবং একাই ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সাইফ হাসান (০), তানজিদ তামিম (৩৭ বলে ৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০) ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন। উইকেটের মিছিলে সবশেষ সংযোজন তানজিম সাকিব। রানের খাতা খোলার আগেই নূরের বলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে। এতে ১০৯/০ থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬।

জয়ের জন্য শেষ ১২ বলে যখন ১৬ রান প্রয়োজন, তখন ১৯তম ওভারে আক্রমণে আসেন ওমরজাই। নুরুল হাসান সোহান প্রথম দুই বলে দু'টি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরের বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে রিশাদ হোসেন চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রান করে। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দু'টি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরবর্তী ম্যাচ আজ শুক্রবার রাত সাড়ে আটটায় একই মাঠে শুরু হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন