ঢাকা      রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

জামায়াতের আমিরের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

IMG
07 October 2025, 1:48 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ সরকারকে সার্বিক সহযোগিতা করবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস৷ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করেন গোয়েন লুইস। সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয় জামায়াতের পক্ষ থেকে। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান) বৈঠকে উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন