ঢাকা      শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড

IMG
10 October 2025, 4:26 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ভারতের গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। রাবেয়া খান ২ উইকেট নিয়েছেন।

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হোঁচট খায় তারা। ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফিরতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ একাদশে আছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন রিতুমনি ও সানজিদা আক্তার মেঘলা। তাদের জায়গায় একাদশে এসেছেন সুমাইয়া ও নিশিতা। চোটের কারণে এই ম্যাচে মারুফা আক্তারের খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে খেলছেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন