ঢাকা      শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে

IMG
10 October 2025, 4:50 PM

বাগেরহাট, বাংলাদেশ গ্লোবাল: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যারা ভোটার, তাদের প্রত্যেকের উচিত ভোটাধিকার প্রয়োগ করা। সবাই যদি ভোট দেয়, তাহলে আমরা এক নতুন, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা দুর্যোগ ও আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “ভোট শুধু একটি অধিকার নয়, এটি দায়িত্বও বটে। উন্নত জাতি গঠনে অংশ নিতে হলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। আগামী নির্বাচন হবে জনগণের অংশগ্রহণের উৎসব।"

তিনি বলেন, “দুর্যোগ ও আশ্রয়ণ কেন্দ্রগুলো জেলা ও উপজেলা প্রশাসন তত্ত্বাবধান করে থাকে। তবে এগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে এসব স্থাপনা দুর্যোগকালে নিরাপদ আশ্রয় হিসেবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, “বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তাই আগামী দিনগুলোতেও যেন এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে, এর জন্য সবার ঐক্য ও অংশগ্রহণ দরকার।”

এ সময় উপস্থিত ছিলেন - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাওন হোসেন অনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর প্রমুখ।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন