ঢাকা      শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

বগুড়ায় অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই

IMG
10 October 2025, 5:28 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়ায় শারদীয় দুর্গাপূজার দশমীর দিন দুর্গাপূজা মণ্ডপের পাশে অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দু’জন।

শুক্রবার (১০ অক্টোবর) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পুর্বপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন (৫০), নাছিদুল ইসলাম (২৭) ও আব্দুল মানিক(২৫)।

হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন- একই গ্রামের আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮)।

শাজাহানপুর থানার ওসি জানান, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যা ৭টার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজা মণ্ডপের পাশে বেলতলা নামক স্থানে কয়েকজন একসঙ্গে মদ পান করেন। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা করানো হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাছিদুল ইসলাম। শুক্রবার দুপুরে মারা যান আব্দুল মানিক। এখনও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন