শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে একটি কারখানায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জানাযন, গতকাল সোমবার আশুলিয়ার নয়ারহাটের কোহিনুর গেটে অবস্থিত গোল্ডেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে তার মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণ তুলে ধরপ গতকাল বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে গতকাল কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর আজ মঙ্গলবার আবারও শ্রমিকরা কারখানায় এসে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করতে চাইলে মালিকপক্ষ কারখানাটি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার বলেন, শ্রমিকরা দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে গতকাল থেকে আন্দোলন করে আসছেন। মালিকপক্ষ কোন সমাধানে না এসে আজ কারখানাটি ছুটি ঘোষণা করেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com