স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঘরের মাঠে আশা জাগিয়েও ৪-৩ গোলে হারের পর হংকং গিয়ে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। রাকিব হোসেনের গোলে ১-১ ব্যবধানে ড্র হলো ম্যাচ। প্রথমার্ধে ম্যাচের ৩৫ মিনিটের সময় পেনাল্টি থেকে হংকংকে এগিয়ে দেন অধিনায়ক ম্যাট অর।
পরে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের সময় লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার অলিভার বেঞ্জামিন। ১০ জনের বিপক্ষে খেলার সুযোগ ভালোভাবেই কাজে লাগায় বাংলাদেশ। ৮৪ মিনিটে ফাহামিদুল ইসলামের এসিস্টে গোল করে সমতা ফেরান রাকিব।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com