স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হংকংয়ের সাথে ড্রয়ের পর ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ফল তাদের অনুকূলে আসেনি। নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ভারত হেরে যাওয়ায় এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।
'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থাকা সিঙ্গাপুরের পয়েন্টও ৮। বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে ২ পয়েন্ট নিয়ে। গোল পার্থক্যে পিছিয়ে তলানিতে থাকা ভারতেরও অর্জন ২ পয়েন্ট।
চলমান বাছাইয়ে বাংলাদেশের দু'টি ম্যাচ বাকি আছে। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভারত। এরপর আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের আতিথ্য নেবে লাল-সবুজের দল। তবে ম্যাচগুলোতে জিতলেও গ্রুপের শীর্ষস্থান দখল করতে পারবে না তারা। শুধু শীর্ষ দলই পাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট। বাংলাদেশের সঙ্গে ভারতও ছিটকে গেছে বাছাইপর্ব থেকে।
মঙ্গলবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সিঙ্গাপুর ২-১ গোলে জিতেছে ভারতের বিপক্ষে। ম্যাচের ১৪ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। সন উই-ইয়ং ৪৪ ও ৫৮ মিনিটে জাল কাঁপিয়ে সফরকারীদের আনন্দে ভাসান।
এর আগে, কাই তাক স্টেডিয়ামে হংকংয়ের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে তারিক কাজীর ভুলে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ম্যাট ওরের নিখুঁত শটে এগিয়ে যায় হংকং। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ৭৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার নয় মিনিট পর রাকিব হোসেনের গোলে সমতা আনে বাংলাদেশ। ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। সেখানে অংশ নেবে ২৪টি দল।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com