ঢাকা      শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ গৌতম ঘোষ

IMG
18 October 2025, 2:02 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রীর মৃত্যুর খবর জানাতে গিয়ে গৌতম ঘোষ বলেছেন, 'আমি তার উপর প্রচণ্ড নির্ভরশীল ছিলাম। আমাকে পুরো কাঙাল করে দিয়ে চলে গেল। জানি না কীভাবে আগামী দিনগুলো কাটাবো। ১৯৭৮ সাল থেকে একসঙ্গে পথচলার জার্নি শুরু হয়েছিল। এতোটা পথ চলার পর আচমকা সব শেষ।'

ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক গৌতম ঘোষ জানান, 'শুক্রবার রাতে হঠাৎ করেই এই ঘটনাটা ঘটে গেল। কোনরকম অসুস্থতাও ছিল না। সকাল থেকে অন্যদিনের মতোই স্বাভাবিক কাজকর্মই করছিল। সারাদিন তো প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকতো। কাঁথা শিল্পের কাজ করতো, তাই মহিলা কর্মীদের সঙ্গে দুপুরেও কাজ করেছে। বিকেলের পর ওঁর বুকে ব্যথা শুরু হয়, শরীরে ঘাম হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালেও নিয়ে যাই। কিন্তু, ওঁর সমস্যাটা ছিল অভ্যন্তরীণ। অ্যানিওরিজম দেখা যায়। এর ফলে শরীরের ভিতরেই রক্তক্ষরণ হতে থাকে।'

নীলাঞ্জনার আকস্মিক প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে মধুর সম্পর্ক মমতার। সুসময় হোক বা দুঃসময়, টলিপাড়ার পাশে দাঁড়ান তিনি। গৌতম ঘোষের স্ত্রীর মৃত্যুর খবরেও শোকস্তব্ধ পরিচালকের পাশে দাঁড়ালেন মমতা। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আবেগপ্রবণ বার্তায় তিনি লিখেছেন, 'আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন