ঢাকা      রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

রিশাদের ৫ উইকেট

IMG
18 October 2025, 7:51 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। আগের সেরা ছিল রাজিন সালেহর। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। রিশাদ ঘূর্ণিতে মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ দশমিক ১ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ১০০ রান। ম্যাচ জিততে হলে ১৩১ বলে ১০৮ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

তাঁর লেগ স্পিনে এবার আউট রোস্টন চেজ। ১০০ রানে পৌঁছানোর আগে ওয়েস্ট ইন্ডিজ হারাল ৫ম উইকেট। ৫টিই নিয়েছেন রিশাদ।

অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পথে বল ছুঁয়ে গেছে চেজের ব্যাট। বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস আর আম্পায়ারের আউট সংকেতের পরও অবশ্য আউট নিয়ে নিশ্চিত ছিলেন না চেজ। নিয়েছিলেন রিভিউ, কাজ হয়নি। ২৪তম ওভারের শেষ বলে ৯২ রানে পঞ্চম উইকেট হারাল ক্যারিবীয়রা।

রিশাদের বোলিং ফিগার: ৭–০–২৫–৫

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন