স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আমেরিকার লিগে প্রথমবার সোনার বুট জিতলেন লিওনেল মেসি। গোল করেই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে ফর্মে রয়েছেন। নাশভিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। সেই হ্যাটট্রিকে ভর করে মেজর সকার লিগের প্লে-অফে ইন্টার মায়ামি।
নাশভিলের বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছে মায়ামি। ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য জোড়া গোল করে এগিয়ে যায় নাশভিল। গোল করেন স্যাম সারিজ ও জেকব শ্যাফেলবার্গ। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি।
চার মিনিট পরে দলের তৃতীয় গোল করেন বাল্টাসার রদ্রিগেজ়। ৮১ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সংযুক্তি সময়ে নাশভিলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন টেলাস্কো সেগোভিয়া।
চলতি মৌসুমে মায়ামির হয়ে ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন মেসি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়েছে মায়ামি। প্লে-অফে নাশভিলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে তারা। গত বছর মায়ামিতে প্লে-অফে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি মেসি। এবার তিনি সেই ব্যর্থতা পুষিয়ে নিতে চাইবেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com