স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। আগামী বছর টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রস্তুতির অংশ হিবেবে থাইল্যান্ডে দু'টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা।
থাইল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য লাল-সবুজের মেয়েদের। থাইল্যান্ডে আগামী ২৫ ও ২৮ অক্টোবর ফিফা প্রীতি ম্যাচ দু'টি গড়াবে। তার আগে মঙ্গলবার রাতে সেখানে পৌঁছায় বাংলাদেশ দল। আজ বুধবার (২২ অক্টোবর) প্রথম দিনের অনুশীলন সেরে নিয়েছে মেয়েরা।
পরে ভিডিও বার্তায় বাংলাদেশ মহিলা ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার জানান লক্ষ্যের কথা। তিনি বলেছেন, ‘থাইল্যান্ড যেহেতু আমাদের দিক থেকে অনেকটা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। আমরাও চেষ্টা করবো, আমাদের র্যাঙ্কিং আরও এগিয়ে আনতে। আশা করছি আমাদের শুরুটা ভালো হবে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com