ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

দেড় বছর পর ওয়ানডে সিরিজ বাংলাদেশের

IMG
23 October 2025, 8:08 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৬ রান তোলে স্বাগতিকরা। জবাবে ৩০.১ ওভারে সব ক'টি উইকেট হারিয়ে ১১৭ রানে থামে ক্যারিবীয়রা।

সফরকারীদের দ্রুত গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। একাদশে থাকলেও এদিন কোনো ওভার করেননি পেসার মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৯১ আর সাইফ ৮০ রানের ইনিংস খেলেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন