স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের প্রশংসায় মুখর ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন, উইকেটের আচরণ তাদের প্রত্যাশার সঙ্গে মেলেনি, তবে বাংলাদেশ দল সব বিভাগেই তাদের চেয়ে ভালো খেলেছে। বাংলাদেশকে বাহবা দিতেও ভোলেননি এই সাবেক ক্রিকেটার।
তিনি বলেন, ‘বাংলাদেশ তিন বিভাগেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছে। তারা আমাদের চেয়ে ভালো দল হিসেবেই জিতেছে। ’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com