ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

বিএনপি নেতা-কর্মীদের ঘরে বসে থাকার সময় নেই: সালাউদ্দিন বাবু

IMG
24 October 2025, 2:09 AM

শরীফুল ইসলাম, সাভার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সালাউদ্দিন বাবু আরও বলেন, বিএনপি নেতা-কর্মীদের এখন ঘরে বসে থাকার সময় নেই। এখন থেকে সব প্রস্তুতি নিতে হবে। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে বিএনপির মনোনয়ন দেওয়া হবে। ঐক্যবদ্ধ বিএনপিকে সাথে নিয়ে জনগণের কাছে গিয়ে ভোট চাওয়া হবে বলেও জানান তিনি। এসময় আশুলিয়া থানা কৃষক দলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক করা হয় লুৎফর রহমান ও সদস্য সচিব করা হয় আবুল হোসাইন মুন্সিকে। ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন