ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান।
২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলা এ টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন দেশি ও বিদেশি সদস্যরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম আমির কবির, উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর (অব.) মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com