স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপের প্রস্তুতির জন্য থাইল্যান্ডে দু'টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ০-৩ গোলে হেরেছেন আফঈদা-ঋতুপর্ণারা। এই হারের পর ফুটবলারদের মানসিকতা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
ম্যাচ শেষে পিটার বাটলার বলেন, ‘কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন, এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করব না। কেউ যদি আমার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না - যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com